বিদ্যুৎ ও শিল্পে ১৭৯ শতাংশ গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। উদ্দেশ্য, আন্তর্জাতিক খোলাবাজার (স্পট মার্কেট) থেকে বেশি দামে এলএনজি কিনে এ দুই খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা। দাম বৃদ্ধির বর্ধিত আয় দিয়ে আগামী মার্চ থেকে সরকার ফের স্পট মার্কেট থেকে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে দিনে গ্যাসের সরবরাহ বাড়তে পারে ২০ কোটি ঘনফুট। এরপরও বিদ্যুৎ ও শিল্পের চাহিদা মেটাতে দিনে ২০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থাকবে। ফলে বাড়তি দামেও নিরবচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা মিলছে না। তবে আগের চেয়ে গ্যাসের প্রবাহ বাড়বে। সংশ্নিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, এ ছাড়া ডলার সংকটের কারণে যেখানে কয়লা, তেলসহ বিভিন্ন নিত্যপণ্য আমদানি ব্যাহত হচ্ছে, সেখানে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির পরিকল্পনা যথাযথভাবে কতটুকু বাস্তবায়িত হবে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে খাত-সংশ্লিষ্ট কেউ কেউ। এদিকে এত বেশি দাম বাড়ানো যৌক্তিক হয়নি বলে বিশ্নেষকরা মনে করছেন। তাঁদের মতে, বিশেষ করে ক্ষুদ্র ও কুটির শিল্প গ্যাসের দাম বৃদ্ধির ধাক্কা সামলে উঠতে পারবে না। বর্ধিত মূল্যে প্রতি ঘনমিটার গ্যাসে পেট্রোবাংলা ৫-৬ টাকা লাভ করবে।