আড়ি পাতা আইন : মানবজাতির বর্তমান ও ভবিষ্যৎ

যুগান্তর ড. মাহবুব উল্লাহ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ১৫:১৩

স্বরাষ্ট্রমন্ত্রী গত বৃহস্পতিবার, ১২ জানুয়ারি সংসদে বলেছেন, ‘ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের (নজরদারি) মাধ্যমে দেশ ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে এনটিএমসিতে (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) টেকনোলজির মতো আধুনিক প্রযুক্তি সংযোজিত হয়েছে।


একইসঙ্গে একটি ইন্টিগ্রেটেড ল’ফুল ইন্টারসেপশন সিস্টেম (আইনসম্মতভাবে মুঠোফোন ও ইন্টারনেট মাধ্যমে যোগাযোগে আড়ি পাতার ব্যবস্থা) চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’


ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ-সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। মুঠোফোন ও ইন্টারনেটে নজরদারির জন্য প্রযুক্তি কেনা নিয়ে আলোচনার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংসদে ‘আইনসম্মতভাবে’ আড়ি পাতার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us