স্কুল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট ৩১ লাখ ৯৩ হাজার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ০৮:৪১

স্কুল ব্যাংকিং ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। হিসাবধারী শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে। সংকটময় পরিস্থিতিতেও নভেম্বর শেষে বেড়েছে হিসাব খোলার পরিমাণ। নভেম্বর শেষে মোট হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ লাখ ৯৩ হাজার ১৭১টি। যা তার আগের মাস, অক্টোবরে ছিল ৩১ লাখ ৮১ হাজার ৯৭১টি। তথ্য বলছে, ওই এক মাসে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব বেড়েছে ৯ হাজার ২০০টি।


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, সদ্য বিদায়ী ২০২২ সালের নভেম্বর মাস শেষে শিক্ষার্থীদের ৩১ লাখ ৯৩ হাজার ১৭১টি ব্যাংক হিসাবের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৪৪ কোটি টাকা। অক্টোবরের তুলনায় আমানত কমেছে ৩৪ কোটি টাকা। আগের মাস অক্টোবর শেষে শিক্ষার্থীদের হিসাবে ২ হাজার ২৭৮ কোটি টাকার আমানত ছিল।


ওই অ্যাকাউন্টগুলোর মধ্যে ১৫ লাখ ৯২ হাজার ২৩৫টি হিসাব শহরাঞ্চলে এবং ১৬ লাখ ৯৩৬টি হিসাব গ্রামাঞ্চলে খোলা হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ব্যাংকে শিক্ষার্থীদের হিসাব (অ্যাকাউন্টস) ছিল ৩১ লাখ ৮৯ হাজার ৬০৬টি। এর পরের মাস আগস্টে হিসাবের পরিমাণ দাঁড়ায় ৩১ লাখ ৮২ হাজার ৬৬১টি। সেপ্টেম্বরে এসে হিসাবের পরিমাণ দাঁড়ায় ৩১ লাখ ৮১ হাজার ৮৬০টি। পরের মাস অক্টোবর থেকে বাড়তে থাকে। অক্টোবরে হিসাবের সংখ্যা দাঁড়ায় ৩১ লাখ ৮৩ হাজার ৯৭১টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us