তীব্র শীত পড়ছে। আবার বিদ্যুৎবিল ও জ্বালানি তেলের দাম বাড়ায় খরচও বেড়েছে। তাই লোকসানের শঙ্কা মাথায় নিয়েই বোরো আবাদে নেমেছেন ময়মনসিংহের কৃষকরা। তবে নিত্যপণ্যের বাড়তি দামের তুলনায় মজুরি না বাড়ায় হতাশ শ্রমিকরা।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছর বোরো মৌসুমে এক বিঘা জমিতে পাঁচবার চাষে খরচ ছিল ১ হাজার ২০০ টাকা। এ বছর বোরো মৌসুমে এক বিঘা জমিতে পাঁচবার চাষে খরচ হচ্ছে ১ হাজার ৮০০ টাকা।
গত বছর বোরো মৌসুমে এক বিঘা জমিতে সেচ খরচ ছিল দেড় হাজার টাকা। এ বছর বোরো মৌসুমে এক বিঘা জমিতে সেচ খরচ হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। একই সঙ্গে বিঘা প্রতি চারা রোপণ খরচ বেড়েছে ৩০০-৪০০ টাকা করে।