প্রত্যাশার পর সতর্ক বার্তাও দিয়েছিল ইসি, তাতে ফল আসেনি, একনেকের বৈঠকে ওঠেনি ইভিএম কেনার প্রকল্প।
জানুয়ারির প্রথম ভাগে এই প্রকল্প পাস না হলে দ্বাদশ সংসদ নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোটগ্রহণ সম্ভবপর হবে না বলে ইসির পক্ষ থেকে বলা হচ্ছিল।
মধ্য জানুয়ারিতে মঙ্গলবার একনেক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, এই প্রকল্পটি সভায় আসেনি।
তিনি বলেন, “আজকের বৈঠকে ইভিএম প্রকল্পটি তালিকায় ছিল না। কাজেই এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীও এ বিষয়ে কোনো কিছু জানতে চাননি।”