জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, একের পর এক ছবিতে নিজের অভিনয়ের দক্ষতায় মুগ্ধতা ছড়াচ্ছেন। দুই বাংলার গণ্ডি পেরিয়ে এবার বলিউডে পাড়ি জমিয়েছেন গুণী এই অভিনেত্রী।
জয়ার প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। তার বিপরীতেই দেখা যাবে ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রীকে। ইতোমধ্যে জয়ার প্রথম হিন্দি ছবির শুটিংয়ের কাজ শেষ করেছেন তিনি।
তবে কো-স্টার হিসাবে পঙ্কজ ত্রিপাঠীকে পেয়ে ব্যাপক মুগ্ধ জয়া। তিনি বলেন, পঙ্কজের মধ্যে স্টারডম ব্যাপারটি একেবারেই নেই। তিনি ভীষণ সহযোগী একজন অভিনেতা। শুটিং সেটে প্রায় সময়ই আমাদের জন্য খাবার নিয়ে আসতেন তিনি।