যুদ্ধের জন্য যুক্তরাজ্য যে ট্যাঙ্কগুলো ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা করছে সেগুলোও পুড়ে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।
স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এ হুঁশিয়ারি দেন।
দিমিত্রি পেশকভ বলেছেন, তারা (পশ্চিমারা) ইউক্রেনকে তাদের রুশ-বিরোধী লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
তিনি বলেন, ‘বাকিগুলোর মতো এই ট্যাঙ্কগুলোও জ্বলবে। ’
পেশকভ জানান, ব্রিটেন ও পোল্যান্ডের মতো অন্যান্য দেশের পাঠানো নতুন সরবরাহ ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না।
এর আগে, শনিবার ইউক্রেনে ১৪টি যুদ্ধ ট্যাঙ্ক চ্যালেঞ্জার-২ পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্যাঙ্কগুলোর পাশাপাশি অন্যান্য উন্নত অস্ত্র পাঠানো হবে বলে জানায় দেশটি।