বিশ্বের কোনও দেশই সন্ত্রাসবাদ থেকে সুরক্ষিত নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। শুক্রবার মস্কোর উত্তরের ক্রোকাস সিটি কনসার্ট হলের প্রাণঘাতী হামলা ঠেকাতে রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো ব্যর্থ হয়েছে কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেছেন তিনি।
গত দুই দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শুক্রবার। ওই দিন ক্রোকাস সিটি হলের কনসার্ট স্থলে অস্ত্রধারী চার সন্ত্রাসী হামলা চালায়। এই হামলায় অন্তত ১৩৭ জন নিহত ও আরও ১৮২ জন আহত হয়েছেন। ৬ হাজার ২০০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন এই সিটি হলে লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানোর পর আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দায়ীদের শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন ইউক্রেনের দিকে যাওয়ার সময় আটক হয়েছেন।