গোল্ডেন গ্লোবসে ইতিহাস গড়ার কয়েকদিনের ব্যবধানে আরও দুটি পুরস্কার জিতলো তেলুগু চলচ্চিত্র ‘আরআরআর’। ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের ২৮তম আসরে সেরা বিদেশি ভাষার ছবি হয়েছে এটি। আর ‘নাটু নাটু’ সেরা মৌলিক গান পুরস্কার পেয়েছে।
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব জয়ী ‘আর্জেন্টিনা ১৯৮৫’কে হটিয়ে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছে ‘আরআরআর’। পুরস্কারটি নিয়ে পরিচালক এসএস রাজামৌলি তার জীবনের সঙ্গে সম্পৃক্ত নারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমার মা স্কুলের পাঠ্যসূচিকে গৎবাঁধা মনে করতেন। তাই তিনি আমাকে কমিকস ও গল্পের বই পড়তে উৎসাহ দিতেন।’