এমপিদের আমলনামা!

জাগো নিউজ ২৪ প্রভাষ আমিন প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:২৩

সরকারি দলের সংসদ সদস্যরা বেশ টেনশনে আছেন। টানা তিনটি নির্বাচন আয়েশ করে জেতার পর এখন তারা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন বলে মনে হচ্ছে। ২০০৮ সালের নির্বাচনে ভূমিধস জয় পায় আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত জোটের দুঃশাসনের বিরুদ্ধে জনরায় পায় আওয়ামী লীগ। অনেক আসনে ১৯৭৩ সালের পর প্রথম জয়ের মুখ দেখে আওয়ামী লীগ। বহুল আলোচিত ১/১১ সরকারের অধীনে সে নির্বাচনের জয়টি ছিল আওয়ামী লীগের সর্বোচ্চ। অঙ্কের হিসাবে পরের দুটি নির্বাচন মানে ২০১৪ ও ২০১৮ সালের ফলাফল আরও ভালো হয়েছে।


তবে আওয়ামী লীগাররাও ২০০৮ সালের নির্বাচন নিয়ে যতটা গর্ব করেন, ২০১৪-২০১৮ নিয়ে ততটা নয়। পারলে তারা এ দুটি নির্বাচনের আলোচনা এড়িয়ে যেতে চান। ২০১৪ ও ২০১৮ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে আওয়ামী লীগ জয় পেয়েছে, দেশ শাসন করছে। কিন্তু এ দুটি নির্বাচনই দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের বড় ক্ষতি করেছে। আত্মপ্রসাদ বা আত্মসন্তুষ্টি রাজনীতিবিদদের সবচেয়ে বড় শত্রু। আওয়ামী লীগের সংসদ সদস্যদের ঘরে ঘরে এখন আত্মসন্তুষ্টির ঘুণ। এমনিতে আওয়ামী লীগের মূল শক্তি হলো তৃণমূলে ছড়িয়ে থাকা ত্যাগী ও পোড় খাওয়া নেতাকর্মীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us