একটি বই বিশ্বরাজনীতি ও সম্ভাবনার কথা

দৈনিক আমাদের সময় অজয় দাশগুপ্ত প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০৮:০০

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ ব্রিটেনে সবচেয়ে দ্রুত বেশি বিক্রির রেকর্ড গড়েছে। মঙ্গলবার বইটি বাজারে আসে। ছাপানো বই, ই-বুক ও অডিও ফরম্যাট মিলিয়ে চার লাখ কপি বিক্রি হয়েছে প্রথম দিনেই। বইটির প্রকাশকের দাবি, ব্রিটেনে আর কোনো নন-ফিকশন বই প্রথম দিনে এত বিক্রি হয়নি। বিশ্বের বৃহত্তম প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যান্ডম হাউসের লন্ডন শাখা ট্রান্সওয়ার্ল্ড পাবলিশার্সের ব্যবস্থাপনা পরিচালক ল্যারি ফিনলে এক বিবৃতিতে বলেন, বইটি দারুণ চলবে এটা আমরা আগেই জানতাম। তবে এটি আমাদের সর্বোচ্চ প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আমরা যতদূর জানি, ব্রিটেনে এর আগে শুধু আরেক হ্যারির (‘হ্যারি পটার’) বই-ই প্রথম দিনে এর চেয়ে বেশি বিক্রি হয়েছে। প্রিন্স হ্যারির এই স্মৃতিকথার স্প্যানিশ অনুবাদটি ভুল করে নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হয়। অবশেষে মঙ্গলবার মূল বইটি বাজারে আসে। ব্রিটিশ রাজপরিবারের অজানা নানা বিষয় উঠে আসায় আগ্রহী পাঠকরা প্রথম দিনেই বইয়ের দোকানে ভিড় করেন। বেলা ১২টায় বই বিক্রি শুরু হওয়ার আগেই অনেক দোকানের সামনে অপেক্ষমাণ পাঠকদের লাইন দেখা যায়।


এই আগ্রহের কারণ কী? প্রিন্স হ্যারির প্রতি জনমনের এই আকুলতা বোঝার চেষ্টাতেই এই লেখা। রাজনীতি এমন এক বিষয় যা চাইলেই ওমিট বা বাদ দেওয়া যায় না। দেশের রাজনীতি মূলত দলবাজি। অন্ধ ও উগ্র দুই ভিন্ন ধরণের মারমুখীদের ঘটনাপ্রবাহ। মানুষের জীবন, তাদের রাষ্ট্র এবং সমাজ কোনোটাই রাজনীতির বাইরে নেই। থাকতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us