শত্রুদেরও যেন এমন অসুখ কখনও না হয় : হানি সিং

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ২২:৪০

মাঝখানে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন জনপ্রিয় ভারতীয় র‌্যাপ সংগীতশিল্পী হানি সিং। অবস্থা এতটাই বেগতিক ছিল যে নিজের মৃত্যু পর্যন্ত কামনা করতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই গায়ক।


মানসিক অসুস্থতার কথা মনে হলে এখনও শিউরে ওঠেন হানি। জানালেন, অসুখ বুঝতেই দু’বছর লেগে গিয়েছিল তার। এরপর চিকিৎসা করাতে ব্যয় হয়েছে আরও তিন বছর। তার কথায়, ‘আমার শত্রুদেরও যেন এমন অসুখ কখনও না হয়।’


শুধু অবসাদ নয় সাইকোটিক বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি। হানি বলেন, ‘আমার মানসিক অসুখের কোভিড হয়েছিল। প্রতিদিন প্রতিটা রাত আমি মৃত্যু কামনা করতাম।’ মানসিক অসুস্থতার জেরে নষ্ট হয়েছে ঘুম, হারিয়েছেন মানসিক ভারসাম্য। এমনকি নিজের আচরণে নিজেই অস্বস্তিবোধ করতেন বলে জানান ‘ব্লু আইজ’ খ্যাত হানি।


গত কয়েক বছরে প্রচারের আলো থেকে একেবারেই সরে গিয়েছিলেন হানি সিং। ইন্ডাস্ট্রিতে কাজ করেননি। ঘিরে ধরেছিল অবসাদ। নিজের জায়গা ফের ফিরে পাবেন তো? মাঝেমধ্যেই এরকম ভাবনা গ্রাস করত তাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us