বিএসএমএমইউতে প্রথম সফল লিভার প্রতিস্থাপন

সমকাল প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ১৬:৩৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)  ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগে সর্বপ্রথম সফল লিভার প্রতিস্থাপন করা হয়েছে। নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) বগুরা জেলার মন্তেজার রহমান (৫৩) নামে এক রোগীর লিভার প্রতিস্থাপন করা হয়। রোগীকে লিভার দান করেন তার বোন শামীমা আক্তার (৪৩)।


রোববার বিএসএমএমইউতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ লিভার প্রতিস্থাপন সংশ্লিষ্ট এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


তিনি বলেন, রোগী মো. মন্তেজার রহমানের সিরোটিক লিভারের পুরোটাই কেটে বের করে ফেলা হয়। পরে তার বোনের দেহ থেকে কেটে নেেওয়া সুস্থ লিভারের ৬০ শতাংশ জোড়া দেওয়া হয়। লিভারদাতা মোসা. শামীমা আক্তারের লিভারটি ধীরে ধীরে রিজেনারেট করবে। এটিই লিভার নামক অঙ্গটির একটি বিশেষত্ব। ওই রোগী নন-সি জনিত 'এন্ড স্টেজ লিভার ডিজিজে' আক্রান্ত ছিলেন।  বর্তমানে রোগী  সুস্থ আছেন বলেও জানান তিনি।


ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, লিভার প্রতিস্থাপনে খরচ পড়েছে ২০ থেকে ২৫ লাখ টাকা। কমপক্ষে এক বছর রোগীকে ফলোআপে থাকবে হবে। এছাড়াও দিনে আড়াই হাজার টাকার ওষুধ লাগবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

যেভাবে মিলবে বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের সেবা

জাগো নিউজ ২৪ | বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
৫ মাস, ১ সপ্তাহ আগে

বিএসএমএমইউ হাসপাতাল: এক দিনও কাজ হয়নি সাড়ে ৩ কোটির যন্ত্রে, অনুসন্ধানে দুদক

আজকের পত্রিকা | বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
৬ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us