বর্ণিল সাজে সেজেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে স্থায়ী ভেন্যুতে বসা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। প্রথম কয়েক দিন কিছুটা অগোছালো থাকলেও গত কয়েকদিন ধরে জমে উঠতে শুরু করেছে মেলা। প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। ছুটির দিনে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মেলায় এবার দেখা গেছে তার্কিশ কার্পেটের স্টল। এই স্টলটি নানা ধরনের কার্পেট দিয়ে সাজানো। দাম একটু বেশি হলেও ক্রেতারা কিনছেন কার্পেট।