ইন্টারনেটে নজরদারিতে সরকারের কেনা প্রযুক্তি নিয়ে টিআইবির উদ্বেগ প্রকাশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, সরকার এক্ষেত্রে আইনসিদ্ধ প্রযুক্তি ব্যবহার করছে।
বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে এই দাবি করেন তিনি। এদিনই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ইসরায়েল থেকে আড়ি পাতার প্রযুক্তি কেনার খবরে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়।
সম্প্রতি ইসরায়েলের সংবাদপত্র হারেৎসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেটে গোয়েন্দা নজরদারিতে সে দেশের এক কোম্পানি থেকে অত্যাধুনিক প্রযুক্তি কিনেছে বাংলাদেশ।