স্প্যাম কল থেকে মুক্তি দিতে গুগলের নতুন ফিচার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৩:০১

স্প্যাম কলের জন্য বিরক্ত অনেকেই। কারণে-অকারণে যে কোনো সময় বিভিন্ন কোম্পানির নম্বর থেকে ফোন আসছে। আবার প্রতারকদের উৎপাত তো আছেই। এবার গুগল নিয়ে এলো এর সমাধান। এখন থেকে মুক্তি পাবেন বিরক্তিকর এসব স্প্যাম কল থেকে।


একটি ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, গুগল এখন একটি সাসপেক্টেড কলার অ্যালার্ট ফিচারের মাধ্যমে গ্রাহকদের কল আসার সময় জানিয়ে দেবে যে কলটি স্প্যাম কল কি না। এই ফিচারের সাহায্যে গ্রাহকরা ফোন আসাকালীন তাদের স্ক্রিনে অ্যালার্টের পাশাপাশি কল হিস্টরিও দেখতে পাবেন।


এছাড়াও ফিচারটিতে যে কোনো স্প্যাম কল সম্পর্কে সিস্টেমকে সতর্ক করার ক্ষমতা রয়েছে। এর সাহায্যে ফোন ব্যবহারকারীরা কলারকে স্প্যাম হিসাবে কললিস্ট থেকেও বাদ দিতে পারেন। গুগল কোনো অ্যাডমিনের সাহায্যে এই ফিচারটিকে কন্ট্রোল করবে না, এটি যে কোনো গুগল ভয়েস ইউজার ব্যবহার করতে পারবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us