বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে ওয়ালি উল্লাহ অলি (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ওয়ালি উল্লাহ জেএমবির সাবেক শীর্ষ নেতা বাংলা ভাইয়ের ভাতিজা। ২০০৭ সালের ৩০ মার্চ সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হয়।
বাংলা ভাইয়ের মৃত্যুর পর ওয়ালি উল্লাহ জঙ্গি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।আজ বুধবার ভোরে গাবতলী উপজেলার গোলাবাড়ী বন্দর এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।ওয়ালি উল্লাহ অলি উপজেলার মহিষাবান ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। কলিম উদ্দিন বাংলা ভাইয়ের বড় ভাই।গাবতলী থানার ওসি সনাতন সরকার এ সব তথ্য নিশ্চিত করেন।গাবতলী থানা সূত্রে জানা গেছে, ওয়ালি উল্লাহর বিরুদ্ধে গাবতলী থানায় ২০১৭ সালে সন্ত্রাসবিরোধী আইনে একটি নাশকতা মামলা হয়েছিল। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।