চঞ্চল-সৃজিতকে আমিতাভের শুভেচ্ছা

বণিক বার্তা প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ১৫:২১

কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ শিরোনামের এ সিনেমায় নাম ভূমিকায় থাকছেন চঞ্চল চৌধুরী। এরই মধ্যে প্রকাশ হয়েছে পোস্টার।


সেই পোস্টারটি আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে শেয়ার করে শুভকামনা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।


ক্যাপশনে তিনি লেখেন, ‘সব সময় শুভকামনা’। পোস্টে তিনি সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জিকে হ্যাশট্যাগ করেছেন।


এর আগে এ সিনেমায় চঞ্চল চৌধুরীর উপস্থিতি জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে সৃজিত বলেন, ‘দুজনের মুখের মিল আছে। মৃণাল বাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো ও সজাগ। তাছাড়া মৃণাল বাবুর রাজনীতি চেতনা, তার যাপন ও দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us