বিএনপির কর্মীরা ঘরে না ফেরা পর্যন্ত মাঠে থাকবে আ.লীগ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ০৮:০০

আজ (১১ জানুয়ারি) ঢাকাসহ দেশব্যাপী গণ-অবস্থান করবে বিএনপি ও সমমনা দলগুলো। যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে এই গণ-অবস্থানের কথা জানায় তারা। তবে তাদের এই কর্মসূচির বিপরীতে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। রাজধানীতে পৃথক দুটি শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি। এছাড়াও সারা দেশে সতর্ক অবস্থানে থাকবেন যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির কর্মীরা ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়েছেন তারা।


আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ দেশের প্রতিটি ইউনিট, ওয়ার্ড, থানা, জেলা এবং স্থানীয় ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সতর্ক অবস্থান থাকবে। দলের সর্বোচ্চ পর্যায় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us