You have reached your daily news limit

Please log in to continue


বান্দরবানের তিন উপজেলায় ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

নিরাপত্তার স্বার্থে বান্দরবানের থানচিতে পর্যটকদের ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বিবেচনায় রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

সোমবার সন্ধ্যায় বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে থানচি উপজেলায় ভ্রমণে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত ফের নিষেধাজ্ঞা জারি করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সূত্র জানায়, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে ফের এক সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে গত ১৬ ডিসেম্বর রুমা ও রোয়াংছড়ি দুটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। এদিকে একের পর এক পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞায় গোটা বান্দরবান জেলায়  ধস নেমেছে পর্যটন সংশ্লিষ্ট সবধরনের ব্যবসা বাণিজ্যে। পর্যটনের ভরা মৌসুমেও ফাঁকা হয়ে পড়েছে জেলার দর্শনীয় পর্যটন স্পটগুলোও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন