ব্রণের ধরন বুঝে ট্রিটমেন্ট করাতে হবে

আজকের পত্রিকা প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১১:২২

প্রশ্ন: আমার ত্বক মিশ্র। শীতে শুষ্ক ও গরমকালে তৈলাক্ত থাকে। চার-পাঁচ মাস ধরে ব্রণের সমস্যায় ভুগছি। ব্রণগুলো হালকা ব্যথা করে, এরপর পেকে যায়। শুকিয়ে সেরে যাওয়ার পরও দাগ রয়ে যাচ্ছে। মুখে দিনে ক্রিম ও সানব্লক ব্যবহার করি। রাতে ক্রিমের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করি। কিন্তু সমস্যা থেকে মুক্তি মিলছে না। 
অবন্তিকা রায়, টাঙ্গাইল


বায়োহাইড্রা ট্রিটমেন্ট ফর একনি নিতে হবে বিউটি ক্লিনিক থেকে। একজন অভিজ্ঞ কসমেটোলজিস্টের সঙ্গে পরামর্শ করে সঠিক কসমেটিক ব্যবহার করতে হবে।


প্রশ্ন: আমার ত্বক স্বাভাবিক। সাধারণত ব্রণ হয় না। কিন্তু শীতের শুরু থেকে ত্বকে দু-একটা করে ব্রণ বের হচ্ছে। কপালে বড় বড় ব্রণ হয়েছে। শক্ত হয়ে আছে ব্রণের ভেতরটা। আমি ভাজাপোড়া ও কোল্ড ড্রিংক একেবারেই খাচ্ছি না। একটু মানসিক চাপ যাচ্ছে। তবে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করছি। ব্রণ যাতে না হয়, সে ক্ষেত্রে কী করতে পারি?
নিশাত তামান্না, পঞ্চগড়

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us