এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গেলে ইভিএম-এ ভোট দেয়ার ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে গেলে ইভিএমে ভোট প্রদানের কোন সমস্যা হবে নাকি, এ বিষয়ে আলোচনার জন্য রবিবার ইসি ভবনে সম্মেলন কক্ষে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে কমিশন।
আলোচনা শেষে শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, "আলোচনা হয়েছে ডাটাগুলো অন্য কোথাও থাকলে ইভিএম ব্যবহারে কোনো ঝামেলা হবে কি না। টেকনিক্যাল পয়েন্ট থেকে তো ঝামেলা হওয়ার কথা না। কারণ একই জিনিস। এখানে থাকুক আর অন্য কোথাও থাকুক।"
"ডাটাবেজ যেখানেই থাকুক সবগুলো একেবারে আইডেন্টিক্যাল হতে হবে। এটায় দ্বিমত নাই। যদি আইডেন্টিক্যাল না থাকে এটা হাস্যকর হয়ে যাবে। এটা তো নিশ্চিত। এখন এটা কমিশনে আছে না অন্য কোথাও আছে, এটা তো ম্যাটার করে না। কাজেই ভোটার তালিকার যে ডাটা নেয়া হয় সেটা থেকেই এনআইডি হয়।"