ব্যবহারকারীদের তৈরি ও প্রকাশিত ভিডিও ক্যাপশনে সিনেমা এবং টেলিভিশন শোয়ের শিরোনাম যোগ করার জন্য সিনেমার অনলাইন তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) সঙ্গে চুক্তি করেছে ভিডিও প্রকাশের সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শুরুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
ভিডিও ক্যাপশনে থাকা সিনেমা বা টেলিভিশন অনুষ্ঠানের শিরোনামের লিংকে ক্লিক করলে নতুন একটি অ্যাপ পেজ চালু হবে। সেখানে একই শিরোনামে থাকা অন্য ভিডিওর তালিকা এবং সিনেমা বা টেলিভিশন শো নিয়ে আইএমডিবির দেওয়া বিভিন্ন তথ্য থাকবে। শীর্ষ অভিনেতা, পরিচালক, আধেয়ের (কনটেন্ট) ধরন, মুক্তির তারিখ, দৈর্ঘ্য ও ব্যবহারকারীদের দেওয়া রেটিং দেখাবে আইএমডিবি।