বিংশ শতকের প্রায় শেষদিকে আমেরিকায় কালো মানুষের কন্ঠস্বর হয়ে উঠেছিলেন মার্টিন লুথার কিং এবং সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা। একদিকে তাদের আগুনঝরা কন্ঠস্বর বিশ্ববাসীর দৃষ্টি কেড়ে নিচ্ছিল, অন্যদিকে চির উপেক্ষিত সেইসব মানুষের অধিকার আদায়ে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছিলেন তারা!
একটু ব্যতিক্রমভাবে তাদের সমসাময়িক সময়ে অ্যামাজন ঘেরা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের সবুজ ফুটবল মাঠজুড়ে দূরন্ত গতিতে ছুটে বেড়াচ্ছেন আরেকজন কালো মানুষের মুখ, ইউরোপীয় শ্বেত ফুটবল সম্রাজ্যের মুখে থাবা বসিয়ে দিয়েছেন ততদিনে, একটু পেছনে ফিরে তাকালে এ মানুষটিকে দেখা যাবে ১৯৫০ সালের বিশ্বকাপে, তখন তার বয়স মাত্র ১০। মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিল হেরে যাওয়ার পর বাবাকে শান্তনা দিতে বলেছিলেন,‘বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, একদিন আমি তোমার জন্য ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতব।’