কনুইয়ে গুঁতো খেলেই সারা হাত কনকন করে ওঠে কেন?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ০৯:৫৯

কখনও কখনও এমন হয় কনুইয়ে সামান্য একটু আঘাত লাগতেই পুরো হাত চিনচিন করে ওঠে। কিন্তু কেন এমন হয়? বিদ্যুতের ঝটকার মতো এই ব্যথার কারণ কী?


কনুইয়ে গুতো লাগলে হাতের ভেতর কনকন করে ওঠা এই অনুভূতির কারণ হলো বিশেষ একটি স্নায়ু। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় ‘আলনার নার্ভ’। সারা শরীরেই স্নায়ু থাকে। কিন্তু কনুই যেহেতু অস্থিসন্ধি, তাই কনুইয়ের স্নায়ুর ওপরে মেদ এবং পেশির আস্তরণ অত্যন্ত কম থাকে। স্নায়ুটি ত্বকের ঠিক নীচেই থাকে। ফলে ন্যূনতম আঘাত বা ছোট্ট টোকাতেও সেটার ওপর প্রভাব পড়ে এবং শিহরনের মতো অনুভূতি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us