কুঁচকির ইনজুরির কারণে ভারতের বিপক্ষে পুরো সিরিজই মিস করেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচ থেকেও তামিমকে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। তবে সব শঙ্কা কেটে গেছে। প্রথম ম্যাচ থেকেই খুলনার জার্সিতে খেলতে নামবেন ওয়ানডে অধিনায়ক। খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী শুক্রবার (৬ জানুয়ারি) উদ্বোধন হবে বিপিএলের। পরদিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডমিনেটরস ও খুলনা টাইগার্স। এই ম্যাচ দিয়েই লম্বা বিরতি কাটাবেন দেশসেরা এই ওপেনার। ফেরার লড়াইয়ে কিছুদিন ধরেই ধীরস্থিরভাবে ব্যাটিং করছেন। অনুশীলনে বাড়তি কিছু চেষ্টা করছেন না। ধীরে ধীরে চেনা ছন্দে ফেরার চেষ্টায় বাঁহাতি এই ওপেনার।