যুক্তরাজ্যে ২০২২ সালটি শুরু হয়েছিল আনন্দ, উচ্ছ্বাস আর উদ্যাপনের মধ্য দিয়ে। এ বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে অভিষেকের ৭০ বছর পূর্তি হয়। যুক্তরাজ্যের রাজতন্ত্রের ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে অধিষ্ঠিত থেকেছেন।
এ উপলক্ষে গত জুনে ব্রিটেনে এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে চার দিন নানা রাজকীয় অনুষ্ঠানের আয়োজন ছিল। তবে গত ৮ সেপ্টেম্বর সে আনন্দের মাঝে বেজে ওঠে বিষাদের সুর। এদিন স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে শেষনিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। আর এর মধ্য দিয়ে ব্রিটিশ রাজশাসনের একটি বর্ণাঢ্য অধ্যায়ের ইতি ঘটে। তাই বলা চলে, ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে ২০২২ সালটি একই সঙ্গে উদ্যাপনের এবং কান্নার।
মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব নিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। আর তাঁর জীবনাবসান হয় ৯৬ বছর বয়সে।