ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাত্তিনি আর নেই

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ১১:৫৯

ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি ৬৫ বছর বয়সে মারা গেছেন। ইতালিতে দুইবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া কয়েকটি মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত ছিলেন।  


সিএনবিসি জানিয়েছে, শনিবার তিনি মারা গেছেন। বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ফ্রাত্তিনি রোমের একটি হাসপাতালে মারা যান।


রয়টার্স জানিয়েছে, ফ্রাঙ্কো ফ্রাত্তিনি ২০০২-২০০৪ এবং ২০০৮-২০১১ পর্যন্ত প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এ ছাড়া ১৯৯০-এর দশকে বারলুসকোনি ও ল্যাম্বার্তো ডিনির নেতৃত্বাধীন সরকারগুলোতে আরো দুটি মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত ছিলেন।


২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফ্রাত্তিনি ইউরোপীয় কমিশনার ছিলেন। মৃত্যুর সময় তিনি ইতালির কাউন্সিল অব স্টেটের সভাপতি ছিলেন। পরামর্শমূলক এই সংস্থাটি জনপ্রশাসনের তত্ত্বাবধান করে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us