চতুর্থ শিল্প বিপ্লবের সুফল নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে ‘স্মার্ট সিটিজেন’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে ‘চতুর্থ শিল্প বিপ্লব: সম্ভাবনা ও চ্যালেঞ্জ- বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তথ্য সচিব বলেন, “এটা দুর্ভাগ্য যে প্রথম ও দ্বিতীয় শিল্প বিপ্লবের সুফল আমরা পাইনি। তবে ২০০৯ সাল থেকে আমরা তৃতীয় শিল্প বিপ্লবের সুফল ধরতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপরেখা যখন দেন তখন অনেকে বুঝতেও পারেনি এটা কী।