টুইটারের পেছনে সময় দিতে গিয়ে মাস্ক টেসলাকে দরকারি সময় দিতে পারছেন না, এমন ভয় আগে থেকেই ছিল টেসলায় বিনিয়োগকারীদের মধ্যে।
ভোট চেয়েছিলেন ইলন মাস্ক। লোকজন সে ডাকে সাড়াও দিয়েছেন। সে ফলাফল বলছে, ইলন মাস্কের উচিৎ টুইটার প্রধানের পদ ছেড়ে দেওয়া।
মাস্কের জরিপে ভোট পড়েছে মোট পৌনে দুই কোটি। মাস্কের সরে দাঁড়ানোর পক্ষে ভোট দিয়েছেন সাড়ে ৫৭ শতাংশ অংশগ্রহণকারী। এর আগে, টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন কি না – মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে এবার সে প্রশ্ন তুলেছেন চিফ টুইট ইলন মাস্ক।
সোমবার গ্রিনউইচ মান সময় ১১টা ২০ মিনিটে জরিপের সময় শেষ হয়। তবে, জরিপের ফলাফল তাকে টুইটার প্রধানের পদ ছাড়তে বললে তিনি কী করবেন– তার বিস্তারিত জানাননি টুইটারের মালিক।