কী করবে ধনী দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো

প্রথম আলো প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ২০:২২

গত সপ্তাহে বিশ্বের প্রায় সব কটি বড় দেশের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠক ছিল। কিন্তু বৈঠকের আগে কেন্দ্রীয় ব্যাংকগুলো যত কথা বলেছে, বাস্তবে তেমন কিছু হয়নি। বলা যায়, তারা যতটা গর্জেছে, ততটা বর্ষায়নি। সব দেশের কেন্দ্রীয় ব্যাংকই নীতি সুদ বৃদ্ধির হার হ্রাস করেছে। যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, নরওয়ে, মেক্সিকো ও ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ বৃদ্ধির হার কমিয়েছে। এত দিন তারা শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে নীতি সুদহার বৃদ্ধি করেছে। নতুন করে কমানোর ফলে এবার সেই হার প্রায় অর্ধেকে নেমে এসেছে।


দ্য ফাইন্যান্সিয়াল টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক শক্ত কথা বললেও ব্যবস্থা নিয়েছে দুর্বল। যেমন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) বলেছে, ‘উচ্চ মূল্যস্ফীতির ধারায় লাগাম টানতে আমাদের আরও কাজ করতে হবে’। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘আমাদের কাজের পরিধি আরও বাড়াতে হবে।’ আর ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক আরও জোরদার হওয়ার কথা বলেছে।


তবে কেন্দ্রীয় ব্যাংকগুলো সমন্বিতভাবে এসব পদক্ষেপ নিতে পারবে না। বরং কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রয়োজনে নীতি সুদহার বৃদ্ধির জায়গা রেখে দিয়েছে, যদিও মূল্যস্ফীতি এখন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে নীতি সুদহার আরও বৃদ্ধি করা রাজনৈতিকভাবে জটিল হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us