একসময় বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের তালিকায় ছিল শুধুই পোশাক। ধীরে ধীরে রপ্তানি তালিকায় যুক্ত হয় কৃষি, মৎস্য, চামড়া, হস্তশিল্পসহ নানা খাতের নানা পণ্য। বেশির ভাগ ক্ষেত্রে বিশ্বের বড় ব্র্যান্ডগুলোর আদেশের বিপরীতে পণ্য উৎপাদন করেন দেশীয় উদ্যোক্তারা।
এরপর সেই পণ্য রপ্তানি হয়। আর কত ‘বিদেশি ব্র্যান্ড’, এমন এক জেদ থেকে ২০১৮ সালে ট্রলি ব্যাগের ব্র্যান্ড ওরনেট তৈরি শুরু করেন আব্দুস সাত্তার। সেই ট্রলি ব্যাগ এখন বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে। দেশটির হাজারের বেশি আউটলেটে বিক্রি হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের ট্রলি ব্যাগ।
হারিয়ে যাওয়া বেলী কেডসের কথা নিশ্চয়ই আপনাদের মনে পড়ে। এই কেডসের দুজন উদ্যোক্তাদের একজন আব্দুস সাত্তার। তিনি এখন স্টেপ ফুটওয়্যারের কর্ণধার। তাঁদের গ্রেট লাগেজ অ্যান্ড লেদার গুডস তৈরি করে ভ্রমণের ব্যাগ ও ট্রলি। বিদেশি ব্র্যান্ডগুলোর আদেশের বিপরীতে রপ্তানিও করে। পাশাপাশি স্থানীয় বাজারেও বিক্রি হচ্ছে এই ট্রলি ব্যাগ।