আন্তর্জাতিক মেগা বাণিজ্য মেলা শুরু কলকাতায়

প্রথম আলো প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ১৩:৫৫

কলকাতা বিজ্ঞান নগরী মাঠে শুরু হয়েছে ১৮ দিনব্যাপী আন্তর্জাতিক মেগা বাণিজ্য মেলা। গত  শুক্রবার বাংলাদেশের বিজয় দিবসের দিন এ মেলা শুরু হয়। তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার। কলকাতার বেঙ্গল চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করেছে। 


আয়োজকেরা জানান, এবারের মেলায় বাংলাদেশের ২৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের ১৭টি দেশ ও ভারতের ২২টি অঙ্গরাজ্যের প্রায় ৬০০ প্রতিষ্ঠান এবারের মেলায় অংশগ্রহণ করেছে। পূর্ব ভারতের সর্ববৃহৎ এ মেলা এবার ২১ বছরে পা রেখেছে। গতকাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা ও রাজ্যের সাবেক মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস প্রমুখ।  


১৮ দিনব্যাপী এ মেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত।  মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত খাদ্য, পোশাক, আসবাব, অন্দরসজ্জার নানা সামগ্রী, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, প্রসাধনী, স্বাস্থ্যসামগ্রীসহ আধুনিক নানা পণ্য ও সামগ্রী প্রদর্শন ও বিক্রি করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us