কাতার বিশ্বকাপের পর্দা নামছে আজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ০৮:৩১

দেখতে দেখতে শেষ হয়ে এলো দিন। গ্রেটেস্ট শো অন আর্থ' ফুটবল বিশ্বকাপের পর্দা নামছে আজ (রোববার)। কাতারে ৩২ দল নিয়ে শুরু এই টুর্নামেন্টে টিকে আছে এখন কেবল দুটি দল-আর্জেন্টিনা আর ফ্রান্স। আজ রাতেই এক দল মাতবে শিরোপা জয়ের উল্লাসে, আরেক দল কাঁদবে স্বপ্নভঙ্গের বেদনায়।


লুসাইল স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার এই বহুল আকাঙ্খিত শিরোপা লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।


১৯৩০ সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের ২২তম আসরের আয়োজক দেশ কাতার। কাতারের আয়োজক হওয়া নিয়ে আলোচনা যেমন ছিল, ছিল নানামুখী সমালোচনাও। তবে সব কিছু ছাপিয়ে ইতিহাসের অন্যতম সফল এক বিশ্বকাপ শেষ করার পথে মরুর দেশটি।


এবারের বিশ্বকাপে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করছে। দেশগুলোকে এ থেকে এইচ পর্যন্ত ৮টি গ্রুপে বিভক্ত করা হয়। ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়ায় বিশ্বকাপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us