গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে গতকাল শুক্রবার প্রদর্শিত হয় মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’। এ জন্য শুক্রবার বিকেল থেকেই নন্দনের সামনে ছিল দীর্ঘ লাইন। দর্শকের উপস্থিতি ছিল চেখে পড়ার মতো। কয়েক দিন আগেও কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ‘হাওয়া’। তখন দর্শকের উন্মাদনায় মুখরিত ছিল পুরো এলাকা। সিনেমাটি দেখার জন্য বিশাল লাইন হয়েছিল সেখানে।
ওয়েব সিরিজ ‘কারাগার’-এর পর এ বছরের আলোচিত বাংলা চলচ্চিত্র ‘হাওয়া’ মুক্তির পর থেকেই কলকাতাসহ সারা ভারতেই চঞ্চল চৌধুরীর অভিনয়ের সুনাম ছড়িয়ে পড়ে। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানসহ অনেক জনপ্রিয় তারকার সঙ্গে অতিথি হয়ে মঞ্চ শেয়ার করেন তিনি।
শুক্রবার বিকেলে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নন্দনে আসেন চঞ্চল। পরে এক সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরীর কাছে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা জানতে চাওয়া হয় ভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে। তখন চঞ্চল বলেন, ‘প্রতিবছর বিভিন্ন চ্যানেল বা ইউটিউবে এই অনুষ্ঠানটা আমরা দেখি। এবার সশরীরে উপস্থিত থাকা আমার কাছে অত্যন্ত সম্মানজনক।’ তিনি আরও বলেন, ‘যাঁরা ওই মঞ্চে ছিলেন, তাঁদের সঙ্গে বসে থাকতে আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল। কারণ আমি তাঁদের তুলনায় খুবই নগণ্য। অরিজিতের মতো আমিও চেষ্টা করছিলাম, যদি একটু পেছনের সারিতে বসা যায়। বাংলাদেশে হলেও আমি তো তাই করতাম।’