প্রশ্ন উঠেছে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর কি খুন হয়েছেন না আত্মহত্যা করেছেন? গত ৪ নভেম্বর নিখোঁজ হন তিনি। ৬ নভেম্বর শীতলক্ষ্যা নদীতে ফারদিনের লাশ পাওয়ার পর তদন্ত শুরু করে ডিবি। ছায়া তদন্তে নামে র্যাব। তবে শুরু থেকে দুই সংস্থা দুই ধরনের তথ্য দিতে থাকে। র্যাব কর্মকর্তারা তখন বলেছিলেন, শীর্ষ মাদক ব্যবসায়ী রায়হান গ্যাং ফারদিন হত্যার নেপথ্যে কাজ করেছে।
আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। অন্যদিকে তদন্তের দায়িত্বে নিয়োজিত ডিবির বক্তব্য ছিল, র্যাবের দাবি ঠিক নয়।