বাগানের শখ, অথচ জায়গা নেই বাড়িতে? বাতিল প্লাস্টিকের বোতলেই লাগাতে পারেন কোন কোন গাছ?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১৯:৩১

প্লাস্টিকের বোতল মাত্রই এখন খলনায়ক। কখনও পরিবেশ দূষণ করে, কখনও ডেকে আনে কঠিন অসুখ। তাই এখন অনেকেই প্লাস্টিকের পুরনো বোতল বাতিল করে কাচ বা তামার বোতলের দিকে ঝুঁকছেন। তবে এমনিতে অনিষ্ট করলেও মাথা খাটালে এই প্লাস্টিকের বোতলই কিন্তু দারুণ একটি কাজে আসতে পারে। বাড়িতে একফালি বাগান গড়ে তুলতে পারেন এই বাতিল বোতল কাজে লাগিয়ে।


ভাবুন তো, খাওয়ার পাতে কাঁচালঙ্কা চাই? রান্নাঘরের জানলায় থাকা গাছ থেকে তুলে নিলেই হল। কিংবা ঘুগনির উপর ধনেপাতা দিতে চান? নিজের হাতে তৈরি বাগান থেকে তুলে নিলেন। বাজারে ছোটাছুটির দরকার নেই। খুব সহজেই সত্যি হতে পারে এই আশা, দরকার শুধু কিছুটা সময়। রইল এমন কিছু গাছের হদিস যা ফলানো যেতে পারে বাতিল প্লাস্টিকের বোতলের ভিতর।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us