বিশ্বকাপ না জিতলেও মেসি ‘সর্বকালের অন্যতম সেরাই থাকবে’

প্রথম আলো প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৩৩

হোর্হে বুরুচাগা আশাবাদী লিওনেল মেসি এবার সফল হবেন।


আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অমর হয়ে আছেন বুরুচাগা। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালে তাঁর গোলেই জয় পেয়েছিল ম্যারাডোনার দল। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে ২ গোলে এগিয়ে গিয়েও সেটি ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। জার্মানি দুটি গোলই শোধ করে দিয়েছিল। ২–২ অবস্থায় খেলা যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছে, ঠিক তখনই প্রায় মাঝমাঠ থেকে লম্বা এক থ্রু বাড়ান ম্যারাডোনা। অফসাইড ট্র্যাপ ভেঙে বুরুচাগা বেরিয়ে গিয়ে বল ধরে কিছু দূর দৌড়ে তা ঠেলে দেন জার্মান গোলে। ইতিহাসে স্থায়ী আসন নিয়ে ফেলার জন্য এর চেয়ে আর বেশি কিছু করার দরকার পড়ে না। তবে বুরুচাগা ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে এক অর্থে ছিলেন ম্যারাডোনার ‘সেকেন্ড ইন কমান্ড’। গোটা বিশ্বকাপেই বুরুচাগা মাঝমাঠ কিংবা আক্রমণে ম্যারাডোনাকে দিয়ে গিয়েছিলেন যোগ্য সঙ্গ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us