ইতালির রেফারি দানিয়েল অরসাতো পেনাল্টির বাঁশি বাজানোর পর থেকেই বিতর্ক হচ্ছে। ওটা কি পেনাল্টি ছিল? আর্জেন্টিনা ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পরও সেই বিতর্ক থামেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নটা ভাসছে। বিশেষজ্ঞরা যে যাঁর মতো করে ব্যাখ্যা করছেন। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ অবশ্য এ নিয়ে কোনো বিতর্কে যাননি। স্পষ্ট করে বলেছেন, পেনাল্টি নিয়ে তাঁর ‘কোনো অভিযোগ নেই।’ কিন্তু তবু কি বিতর্ক থেমেছে?