সিনেমা না দেখায় কবি নির্মলেন্দু গুণের ‘ভালোবাসা প্রত্যাহার’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ২২:১০

নির্মলেন্দু গুণের উপন্যাস থেকে নির্মিত হয়েছে ‘দেশান্তর’; ঢাকায় থেকেও যারা সিনেমাটি দেখেননি, তাদের উপর থেকে ‘ভালোবাসা প্রত্যাহার’ করেছেন এই কবি।


‘জরুরী বিজ্ঞপ্তি প্রসঙ্গ দেশান্তর’ শিরোনামে সোমবার ফেইসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকজয়ী নির্মলেন্দু গুণ।


ভারত ভাগের পটভূমি নিয়ে গুণের উপন্যাস অবলম্বনে ‘দেশান্তর’ সিনেমাটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। গত ১১ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি; কবির উপন্যাসের নামেই।


নির্মলেন্দু গুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশান্তর সিনেমাটি আমাকে কাঁদিয়েছে। এই সিনেমাটি আমার পরিচিত বন্ধুজনরা দেখবেন বলেই আশা করছিলাম। ঢাকার সাহিত্যের অনেকেও সিনেমাটি দেখেননি।”


সিনেমাটি মুক্তির পর থেকেই একের পর এক ফেইসবুক পোস্ট লিখে নিজের আবেগ প্রকাশ করে যাচ্ছেন নির্মলেন্দু গুণ।


এই কবি ফেইসবুকে লিখেছেন, “যাঁরা আমার ব্যক্তিগত বন্ধু, যাঁদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ঢাকায় থাকার পরও তাঁদের মধ্যে যাঁরা আমার প্রিয় উপন্যাস দেশান্তর অবলম্বনে নির্মিত ‘দেশান্তর’ ছবিটি দেখেননি, বা দেখা থেকে সজ্ঞানে বিরত থেকেছেন, আমি তাদের ওপর থেকে আমার ৫০% বন্ধুতা ও ভালোবাসা প্রত্যাহার করে নিয়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us