শত্রুমর্দনপাড়া থেকে ঢাকার মঞ্চে

প্রথম আলো প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০৮:৫৬

চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সাদা শাড়ি। বাংলা একাডেমির নজরুল মঞ্চের মধ্যমণি হয়ে বসে আছেন। সুনামগঞ্জ থেকে ভোরে ঢাকায় নেমেছেন, হালকা শীতের সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে রাধারমণ লোকসংগীত উৎসবের উদ্বোধন করলেন। শহর ঢাকা তাঁকে নামে চেনে না, তবে গায়কিতে নিজের জাত চেনাতে সময় নিলেন না প্রবীণ কীর্তনীয়া যশোদা রানী সূত্রধর।


বাংলা লোকগানের অন্যতম পুরোধা রাধারমণ দত্তের গানের সূত্র ধরে জীবনে প্রথম ঢাকায় এসেছেন যশোদা রানী। নজরুল মঞ্চে শহুরে আলোর রোশনাইয়ে খানিকটা আড়ষ্ট তিনি। সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম পাগলার শত্রুমর্দনপাড়ার আলো-হাওয়ায় বেড়ে ওঠা। ভরা পূর্ণিমার রাতে বাড়ির উঠানে রাতভর রাধারমণের গান করতেন, বাদ্যযন্ত্র বলতে তবলা আর হাতে হাতে তালি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us