এ লেখা যখন পাঠক পড়তে শুরু করবেন, তখন বহুল আলোচিত ১০ ডিসেম্বরের ঘটনাপ্রবাহ শুরু হয়ে গেছে। কী কী ঘটল, তা আমাদের রাজনীতির অঙ্গনে নতুন কী সংযোজিত করলো, তা বুঝতে অপেক্ষা করতে হবে। তবে, আমাদের রাজনীতি যে সহিংসতার বৃত্ত থেকে বের হতে পারছে না তা আরেকবার দেখতে হচ্ছে আমাদের।
একটা সামান্য জনসভার জায়গা নিয়ে বিএনপি ও সরকারের অনঢ় অবস্থান আমরা দেখলাম। রাজনীত যদি জনগণকে বার্তা দেয়ার বিষয় তাহলে জনসভা রাস্তার চেয়ে উদ্যানেই করা ভালো জায়গা। এরপরও যেটা জরুরি বলা, তাহলো মহানগর পুলিশ যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানই দিয়েছে, তাই সেই সুযোগটা নিয়ে বিএনপি তার কর্মী সমর্থকদের ডেকে সেখানেই জনসভা করে তার রাজনৈতিক বার্তা পৌঁছে দেয়ার কাজটা করতে পারতো।