বিএনপি কার্যালয়ে পুলিশি অভিযানের নিন্দা জানিয়ে ১০ দলের বিবৃতি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ২০:৫৩

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ২০ দলীয় জোটের শরিক ১০ দলের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা গণমাধ্যমে এই বিবৃতি পাঠান।


২০ দলীয় জোটের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগ মহাসচিব বুলবুল চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে তারা বলেন, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগত নেতাকর্মীদের উপস্থিতি একটি অতি সাধারণ ও স্বাভাবিক বিষয় ছিল। সেখানে পুলিশি অভিযান দেশবাসীকে হতবাক করেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us