বাবা-মায়ের বয়স বাড়ছে। মাঝেমধ্যেই এটা-ওটা ভুলে যাচ্ছেন। অনেকেই ভাবেন, এ এমন কোনও অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু আপাত সাধারণ এই সমস্যার পিছনে থাকতে পারে গুরুতর কারণও।
অনেক সময় দেখা যায়, বাড়ির বয়স্ক ব্যক্তিরা আঘাত লাগলে ঠিক মতো বুঝতে পারছেন না, শ্লথ হয়ে যাচ্ছেন, কখনও হাত থেকে পড়ে যাচ্ছে জিনিসপত্র। এই ধরনের ঘটনা দেখলেই সতর্ক হতে হবে। এ সবই পেরিফেরাল নিউরোপ্যাথি নামের একটি স্নায়ুর অসুখের উপসর্গ হতে পারে।