রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা ও কৌশলের সার্বিক দুর্বলতা দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি আরো বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষায়ও ইইউয়ের দুর্বলতা প্রকাশ পেয়েছে।
সানা মেরিন আরো বলেন, ‘নিষ্ঠুর শোনালেও আমি সত্ হয়ে বলছি। ইউরোপ এখন যথেষ্ট শক্তিশালী নয়।
যুক্তরাষ্ট্র ছাড়া আমরা সমস্যায় পড়তাম। ’ তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধে জয়ের জন্য ইউক্রেনকে ‘যা কিছু প্রয়োজন’ দিতে হবে। কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্র অস্ত্র, অর্থ ও মানবিক সহায়তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে।
ফিনিশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে পারছি এবং বিভিন্ন পরিস্থিতিতে আমরা মানিয়ে নিচ্ছি। ’