ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নারী বন্দীদের জন্য নির্মিত কারাগার ধুয়েমুছে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। ২০২০ সালের ডিসেম্বরে উদ্বোধনের পর হাসপাতালসহ আটটি কারাভবন ব্যবহৃত হয়নি। নতুন করে এসব ভবন ব্যবহার-উপযোগী করায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।
১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এগুলো প্রস্তুত করা হচ্ছে বলে মনে করছেন কেউ। তাঁদের মতে, সমাবেশের আগে অথবা সমাবেশের দিন বিএনপির নারী অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেত্রী ও কর্মীদের গ্রেপ্তার করে এই কারাগারে রাখা হতে পারে। কাশিমপুর দূরে হওয়ায় এই কারাগারটি প্রস্তুত করা হচ্ছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, এ রকম কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কারাগার চালু হচ্ছে না। গত দুই বছর জনবলের অভাবে কারাগারটি চালু করা যায়নি, এখন কিছু জনবল পাওয়া যাচ্ছে, তাই চালু করা হচ্ছে।