You have reached your daily news limit

Please log in to continue


দুই ওভারের আক্ষেপে ম্যাচ জিততে পারল না নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ নিউজিল্যান্ড-ভারত তৃতীয় ওয়ানডেতেও বাধ সেধেছিল বৃষ্টি। রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড ১৮ ওভার শেষেই ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএলএস) এগিয়ে ছিল ৫০ রানে। তবে ২০ ওভার খেলা না হওয়ায় এই ম্যাচের কোনো ফল হয়নি। তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় ১-০ তে সিরিজ জিতল কিউইরা।

২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ দারুণ হয়েছিল নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে ফিন অ্যালেন-ডেভন কনওয়ে যোগ করেছিলেন ৯৭ রান। ৫৪ বলে ৫৭ রান করা অ্যালেনকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন উমরান মালিক। ১৮ ওভারে ১ উইকেটে নিউজিল্যান্ড করে ১০৪ রান। এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা পরিচালনা করা সম্ভব হয়নি। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই বোলারদের বোলিং তোপে ৪৭.৩ ওভারে ভারত অলআউট হয়ে যায় ২১৯ রানে। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেছিলেন ওয়াশিংটন সুন্দর। কিউই বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছিলেন ড্যারিল মিচেল ও অ্যাডাম মিলনে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন