বিশ্বকাপে নক আউট পর্বে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই ক্যামেরুনের সামনে। একই অবস্থা সার্বিয়ারও। বিশ্বকাপের শুরুর ম্যাচই হেরেছে দুই দলই। টিকে থাকার এমন সমীকরণের ম্যাচে আজ লড়াইয়ে নামছে তারা।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় আল জানুব স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। হারলেই ছিটকে যেতে হতে পারে বিশ্বকাপ থেকে। তাই ম্যাচটি দুই দলের জন্য বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।
ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করে সার্বিয়া। সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে হারতে হয়েছে ক্যামেরুনকে। ব্রাজিলের সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত হারের স্বাদ পায় সার্বিয়া। তাই ক্যামেরুন ম্যাচের গুরুত্ব টের পাচ্ছেন দলটির সেরা তারকা দুসান ভ্লাহোভিচ, ‘প্রথম ম্যাচ হেরে যাওয়ায় আমরা পিছিয়ে পড়েছি। ক্যামেরুনের বিপক্ষে যেকোনো মূল্যে জিততে চাই। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এটা আমাদের জন্য। ’ তবে এ ম্যাচে সার্বিয়া পাচ্ছে না আক্রমণভাগের তারকা আলেক্সান্দার মিত্রোভিচকে। এই ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট নন তিনি।