গত এক দশক কি ব্যাংক লুটের দশক হিসেবে চিহ্নিত হবে? এই সময়ে একের পর এক ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়ার তথ্য বেরিয়ে এসেছে। সাধারণ মানুষের আমানতকৃত অর্থ ঋণের নামে লুটে নিয়েছে এক শ্রেণির দুর্নীতিবাজ ব্যবসায়ী ও ব্যাংকের মালিকশ্রেণি। সর্বশেষ ইসলামী ব্যাংকসহ তিনটি ব্যাংক থেকে ঋণের নামে ৯ হাজার কোটি টাকা লোপাট হাওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। শুধু ইসলামী ব্যাংক থেকে নিয়েছে ৭ হাজার কোটি টাকা।
এ প্রতিবেদন যদি সত্যি হয় বা ভিত্তিহীন না হয়ে থাকে, তবে দেখা যাচ্ছে, কেবল ইসলামী ব্যাংক থেকে লোপাট হয়েছে ৪০ হাজার কোটি টাকার মতো, যা পদ্মা সেতুর রেল প্রকল্পের মোট খরচের সমান। বিভিন্ন কাগুজে প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে এসব ঋণ নেওয়া হয়েছে। এমনও প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়া হয়েছে, যাদের অস্তিত্বই নেই। অনেক প্রতিষ্ঠানের ঠিকানায় আবাসিক ভবন পাওয়া গিয়েছে। এসব ভবনে মানুষজন পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। কোনো প্রতিষ্ঠান নেই। এই হচ্ছে ব্যাংক খাতের অবস্থা। কে কাকে ঋণ দিচ্ছে, তার কোনো জবাবদিহি নেই।