যাঁরা টাইপ-১ ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের গাড়ি চালনার অনুমতি (ড্রাইভিং লাইসেন্স) দেওয়ার ক্ষেত্রে বিশ্বের অনেক দেশেই বিধিনিষেধ রয়েছে। এমনকি টাইপ-২ ডায়াবেটিসের কারণে যাঁদের ইনসুলিন নিতে হয়, তাঁদের ক্ষেত্রেও কড়া নিয়ম রয়েছে। কারণ, যাঁদের ইনসুলিন নিতে হয়, তাঁদের অনেকেই ইনসুলিনসংক্রান্ত জটিলতায় আক্রান্ত হতে পারেন।
যেসব জটিলতা হতে পারে
ইনসুলিনসংক্রান্ত জটিলতার একটি হাইপোগ্লাইসেমিয়া। এটা এমন এক অবস্থা, যখন রক্তে গ্লুকোজের মাত্রা ৩ দশমিক ৯ মিলিমোল/লিটারের নিচে নেমে যায়। এতে রোগীর ধুকপুকুনি শুরু হয়, হাত–পা কাঁপতে থাকে, ঘাম বেড়ে যায়, মাথাব্যথা ও মাথা ঘোরানো শুরু হয়। মেজাজ তিরিক্ষি হয়ে ওঠে। মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে পড়ে। এ অবস্থায় দ্রুত চিকিৎসা না নিলে রোগীর জ্ঞান লোপ পেতে পারে। একে বলা হয় হাইপোগ্লাইসেমিক শক।
যেসব বিষয়ে নজর দিতে হবে
যাঁরা টাইপ-১ ডায়াবেটিস নিয়ে গাড়ি চালাবেন, তাঁদের ক্ষেত্রে কিছু বিষয়ে অবশ্যই নজরে রাখতে হবে। দূরপাল্লার বা ভারী গাড়ি চালানোর আগে রক্তে গ্লুকোজের মাত্রা অবশ্যই জেনে নিতে হবে। রক্তে গ্লুকোজের মাত্রা ৫ মিলিমোল/লিটারের ওপরে থাকলে গাড়ি চালানো যাবে।